Allahabad High Court | ‘ধর্ম পরিবর্তন না করে ভিন্ন ধর্মের বিয়ে অবৈধ ও বেআইনি’! জানালো এলাহাবাদ হাই কোর্ট!
Monday, July 28 2025, 5:47 pm
Key Highlightsধর্ম পরিবর্তন না করে ভিন্ন ধর্মের বিয়ে অবৈধ ও বেআইনি’, এক মামলার প্রেক্ষিতে এমনটাই জানাল এলাহাবাদ হাই কোর্ট!
‘ধর্ম পরিবর্তন না করে ভিন্ন ধর্মের বিয়ে অবৈধ ও বেআইনি’, এক মামলার প্রেক্ষিতে এমনটাই জানাল এলাহাবাদ হাই কোর্ট! অভিযোগ, সোনু নামে এক ব্যক্তি নাবালিকাকে অপহরণ করে আর্য সমাজ মন্দিরে নিয়ে করেন। তবে এই ঘটনার বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ এবং পকসো আইনে অভিযোগ দায়ের হয়। এরপরই এলাহাবাদ হাই কোর্টের দ্বারস্থ হয়ে সোনু জানান, তিনি যাকে বিয়ে করেছিলেন সে এখন প্রাপ্ত বয়স্ক এবং একসঙ্গে সংসার করছেন। এর পালটা উত্তরপ্রদেশ সরকারের যুক্তি, ওই যুগল ভিন্ন ধর্মের এবং বিয়ের আগে তাঁরা ধর্ম পরিবর্তন করেননি ফলে এই বিবাহ অবৈধ।
- Related topics -
- দেশ
- ভারত
- হাইকোর্ট
- উত্তরপ্রদেশ
- বিবাহ

