রাঁচি রেলওয়ে ডিভিশন অফিসিয়ালভাবে জানিয়েছে, স্টেশনের দায়িত্বে থাকবেন মহিলারা
Sunday, March 7 2021, 9:31 am
Key Highlightsআন্তর্জাতিক নারী দিবস এমন একটা দিন যেদিন মহিলাদের কতটা সম্মান করা হচ্ছে তা ঝালিয়ে নেওয়া হয়। অথবা বলা যায়, এদিন থেকে প্রতিশ্রুতিবদ্ধ হয় একাংশ। কিছুক্ষেত্রে সারাবছরের প্রাপ্য সম্মান এদিন হাতে তুলে দেওয়া হয়। রাঁচি রেলওয়ে স্টেশন ৮ মার্চকে অন্যভাবে পালন করছে এবছর। মহিলারাও যে ট্রেন চালাতে পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছে বছরভর, তাকে সম্মান জানাতে সোমবারের ব্যস্ত স্টেশনের দায়ভার তুলে দিয়েছে মহিলাদের হাতে। রাঁচি রেলওয়ে ডিভিশন অফিসিয়ালভাবে জানিয়েছে, এদিন স্টেশনের দায়িত্বে থাকবেন মহিলারা। এই স্টেশন থেকে লোকাল ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন চালাবেন তাঁরাই। এছাড়া নিরাপত্তা কর্মী হিসেবেও থাকবেন মহিলারা।
- Related topics -
- লাইফস্টাইল
- রাঁচি
- আন্তর্জাতিক মহিলা দিবস

