ABHA ID | মোদি সরকার নিয়ে এলো ' স্বাস্থ্য আধার'! ABHAর অ্যাকউন্টে থাকবে ব্যক্তির স্বাস্থ্য সংক্রান্ত সব তথ্য

Monday, December 16 2024, 1:44 pm
highlightKey Highlights

ABHA নামক অ্যাকউন্টে নির্দিষ্ট ব্যক্তির যাবতীয় স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ডিজিটালি নথিভুক্ত থাকবে।


 নতুন এক ইউনিক আইডি নিয়ে এলো মোদি সরকার। এই ABHA নামক অ্যাকউন্টে নির্দিষ্ট ব্যক্তির যাবতীয় স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ডিজিটালি নথিভুক্ত থাকবে। কখন, কত বার, কোন চিকিৎসককে কেন দেখানো হয়েছিল, কোন ল্যাবে কখন কী টেস্ট হয়েছে, সব তথ্য পাওয়া যাবে। আভা অ্যাকাউন্ট ABHA’র অফিশিয়াল ওয়েবসাইট abha.abdm.gov.in তে গিয়ে খোলা যাবে। প্রত্যেকের আভা অ্যাকাউন্টের একটি ইউনিক আভা আইডি নম্বরের সঙ্গে থাকবে কিউ আর কোড। সেই কোড স্ক্যান করলেই পাওয়া যাব ওই ব্যক্তির যাবতীয় স্বাস্থ্য সংক্রান্ত তথ্য।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File