সংক্রমণ বাড়ায় কড়া পদক্ষেপ মহারাষ্ট্র সরকারের
Friday, March 19 2021, 2:40 pm
Key Highlightsকরোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বড় পদক্ষেপ নিল মহারাষ্ট্র প্রশাসন। এই অবস্থায় আগাম সতর্কতামূলক পদক্ষেপ নিল উদ্ধব ঠাকরে সরকার। আগামী ৩১ মার্চ পর্যন্ত সে রাজ্যে সব থিয়েটার, পেক্ষাগৃহে দর্শকাসনের ৫০ শতাংশ মানুষ ঢুকতে পারবেন। পাশাপাশি রাজ্যে সব বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। দেশজুড়ে ফের ভয়ংকর আকার ধারণ করছে করোনা। দৈনিক আক্রান্তের সংখ্যায় লম্বা লাফ দিল ভাইরাস। গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজারের গণ্ডি ছাড়াল সংক্রমণ। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, নতুন করে করোনার কবলে পড়েছে ৩৫ হাজার ৮৭১ জন।