আবহাওয়া

WB Weather | তীব্র তাপপ্রবাহের মধ্যেই স্বস্তির খবর! বৃষ্টি হতে পারে বঙ্গের কিছু জেলায়!

WB Weather | তীব্র তাপপ্রবাহের মধ্যেই স্বস্তির খবর! বৃষ্টি হতে পারে বঙ্গের কিছু জেলায়!
Key Highlights

চন্ড গরম ও অস্বস্তিকর আবহাওয়ার মধ্যে সুখবর দিলো আলিপুর আবহাওয়া দফতর। সোমবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় হতে পারে বৃষ্টিপাত। তবে কমবে না তাপমাত্রা।

তীব্র তাপদাহে অতিষ্ট বঙ্গবাসী। দিন কয়েক আগেই প্রচন্ড গরম থেকে মুক্তি পাওয়া গেলেও, নতুন মাসের শুরুতেই ফের তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি। ৪০ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পারদ ছুঁতে পারে বলে আশঙ্কা। তবে এবার গরম ও অস্বস্তিকর আবহাওয়া থেকে কিছুটা শান্তি পাওয়া যাবে বলে খবর। আলিপুর আবহাওয়া দফতর জানায়, আজ অর্থাৎ সোমবার সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে ভিজতে পারে বঙ্গের একাধিক জেলা।

হাওয়া অফিস সূত্রে খবর, এদিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় দু-এক পশলা বৃষ্টি হতে পারে। জানা গিয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে  বীরভূম (Birbhum) ও মুর্শিদাবাদ (Murshidabad) জেলায়। বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে খবর।

পাশাপাশি, এদিন উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা (North and South 24 Parganas), পূর্ব মেদিনীপুর (East Medinipur), ঝাড়গ্রাম (Jhargram), পশ্চিম মেদিনীপুর (West Medinipur) এই পাঁচ জেলাতেও বিকেলের দিকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানান আবহাওয়াবিদরা। ঝোড়ো হওয়ার সঙ্গে  হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও। দক্ষিণবঙ্গের এই কিছু জেলায় ঝড়  বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দিনের বেলায় তাপপ্রবাহের সতর্কতা থাকবে বেশ কিছু দিন।

তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলেও এখনই এই স্বস্তি পাবেন না কলকাতাবাসী। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। সোমবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ৫১ শতাংশ। সারা দিন তীব্র গরম, অস্বস্তিকর পরিবেশই বেশ কিছুদিন বজায় থাকবে শহরে।

অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও অস্বস্তিকর আবহাওয়া অব্যাহত। তবে সেখানে পাঁচ জেলায় হতে পারে বৃষ্টিপাত হতে পারে বলে খবর। একইসঙ্গে তিন জেলায় রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনাও। হাওয়া দফতর সূত্রে খবর, দার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ি (Jalpaiguri), কালিম্পং (Kalimpong), আলিপুরদুয়ার (Alipurduar) এবং কোচবিহার (Cooch Behar) এই পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের তিন জেলা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর (North and South Dinajpur) এবং মালদাতে (Malda) তাপপ্রবাহের সতর্কতা রয়েছে বলেও খবর।

আগামী ৫ দিন তাপপ্রবাহ জারি থাকবে গোটা পশ্চিমবঙ্গ জুড়েই। কিছু জেলায় কম-বেশি বৃষ্টি হলেও তাতে খুব একটা কমবে না তাপমাত্রা ও অস্বস্তিকর আবহাওয়া। আইএমডি-র (IMD) পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে সাগরে বর্ষা এগিয়ে যাওয়ার অনুকূল পরিস্থিতি রয়েছে। এই পরিস্থিতি আগামী কয়েকদিনের মধ্যে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে পারে। তবে সাগরে তৈরি হতে চলা নিম্নচাপের ওপর বর্ষা আগমনের বিষয়টি অনেকটাই নির্ভর করছে। এবছর বর্ষায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের।

আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে, পশ্চিমবঙ্গে সাধারণত বর্ষা আসে জুনের দ্বিতীয় সপ্তাহে। এবার কেরলে (Kerala) দেরিতে বর্ষা প্রবেশ করায় পশ্চিমবঙ্গে আরও দেরিতেই বর্ষা প্রবেশ করতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি জানা গিয়েছে,  আগামী ৬ এবং ৭ জুন আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। এই আবহে মৌসুমী বায়ু এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এই সিস্টেমটি বাধা হয়ে দাঁড়াতে পারে বলে জানা গিয়েছে। অন্যদিকে, বঙ্গোপসাগরেও আগামী কয়েকদিনে একটি সিস্টেম দেখা দিতে পারে। এদিকে আরব সাগরে তৈরি হওয়া সিস্টেমটি কোনদিকে এগোবে, তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।


West Bengal Weather | চতুর্থ দফা তাপপ্রবাহের স্পেলের মধ্যে বৃষ্টির পূর্বাভাস! আগামী সপ্তাহেই বঙ্গের একাধিক জেলায় হতে পারে বৃষ্টি!
Mount Erebus | রোজ প্রায় ৮০ গ্রাম করে সোনা বেরোয় এই আগ্নেয়গিরি থেকে! ভারতে মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা! তাও কেন ধারের কাছে পৌঁছতে পারেন না কেউ?
R Praggnanandhaa | বিশ্বের এক নম্বর দাবাড়ুকেও চমক দিচ্ছে সাদামাটা ১৮ বছরের তরুণ! কে এই প্রজ্ঞানন্দ?
১০০ টি প্রয়োজনীয় ফ্যাক্ট| 100 interesting life hack in Bengali
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali
পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি ও ভিডিও | Best Yoga Poses With Photo & Videos in Bangla