দেবাঞ্জন দেবের বিরুদ্ধে দায়ে করা হল ৩০৭ ধারায় মামলা, অনুমতি দিল আলিপুর আদালত
Thursday, December 21 2023, 2:26 pm
Key Highlightsভুয়ো টিকা-কাণ্ডের জেরে গ্রেফতার হবার পর থেকেই দেবাঞ্জন দেবের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে এসেছে। সম্প্রতি ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের করতে চেয়ে আর্জি জানিয়েছিল লালবাজারের তরফে গঠিত বিশেষ তদন্তকারী দল। গত চার দিন ধরেই কসবার এই ভুয়ো টিকা কান্ডে উত্তাল রাজ্য। খোদ তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীসহ প্রতারণার শিকার হয়েছেন ওই শিবির থেকে ভুয়ো টিকা নেওয়া বহু মানুষ। তাই শনিবার আলিপুর আদালত দেবাঞ্জন দেবের বিরুদ্ধে আনা ৩০৭ ধারায় মামলার অনুমতি দিল ।
- Related topics -
- রাজ্য
- ভুয়ো করোনা টিকা
- দেবাঞ্জন দেব
- আলিপুর কোর্ট
- শহর কলকাতা

