তাজমহলের সামনে শাহজাহানের বেশে অভিনেতা অক্ষয় কুমার!
Monday, December 21 2020, 12:44 pm
Key Highlights‘মুঘল এ আজম’-এর স্মৃতি ফেরালেন অক্ষয় কুমার। তাও আবার শাহজাহানের মেজাজে। পরনে শাহি পোশাক, হাতে গোলাপ ফুল। তাই পরেই রাজকীয় সৌধের সামনে নেচে উঠলেন বলিউডের খিলাড়ি। সেই ভিডিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। রোম্যান্টিক ড্রামা ‘অতরঙ্গিরে’র শুটিং করতে লখনউয়ে পৌঁছেছেন অক্ষয়। সঙ্গে রয়েছেন পরিচালক আনন্দ এল. রাই এবং নায়িকা সারা আলি খান। শোনা গিয়েছে ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন সারা। রয়েছেন দক্ষিণী তারকা ধনুশও। রুশো ব্রাদার্সের হলিউড ছবিতে ক্রিস ইভান্স, রায়ান গসলিং, আনা দে আর্মাসের সঙ্গে অভিনয় করবেন ধনুশ। তার আগেই এই ছবির কাজ সম্পূর্ণ করবেন বলে খবর। তার আগে সোমবার তাজমহলের সামনে শুটিং পর্ব সারছেন অক্ষয় ও সারা।