21 July | ২১- সে জুলাইয়ের মঞ্চে থাকবেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব!
Saturday, July 20 2024, 10:49 am

২১ জুলাইয়ের 'শহিদ দিবস'- র সমাবেশে থাকছে বড় চমক। উপস্থিত থাকবেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব।
২১ জুলাইয়ের 'শহিদ দিবস'- র সমাবেশে থাকছে বড় চমক। উপস্থিত থাকবেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে এমনটাই জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। পাশাপাশি সূত্রের খবর, শিবসেনা (ইউবিটি)-র প্রতিনিধিও এদিনের সভায় উপস্থিত থাকতে পারেন। স্বাভাবিকভাবেই ২১ জুলাইয়ের মঞ্চে অখিলেশ এবং উদ্ধবের প্রতিনিধির উপস্থিতি রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কী বার্তা দেন সেই দিকে তাকিয়ে অনুরাগী থেকে শুরু করে সব পক্ষ।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- মমতা ব্যানার্জী
- রাজনৈতিক দল