Akash Deep Ruled Out । সিডনি টেস্টে খেলবেননা না আকাশদীপ, পিঠের চোটে কাবু তিনি, পরিবর্তে খেলবে কে?

Thursday, January 2 2025, 4:17 am
highlightKey Highlights

চোটের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে ভারতীয় দলে খেলতে পারবেন না পেসার আকাশ দীপ।


সিডনি টেস্টের আগে বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে ভারতীয় দলে খেলতে পারবেন না পেসার আকাশ দীপ। পিঠের সমস্যায় ভুগছেন তিনি। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে কোচ গৌতম গম্ভীর এই ঘোষণা করেন। এর জেরে সিডনি টেস্টের প্রথম একাদশে সুযোগ পেতে পারেন হর্ষিত রানা। পার্থ ও অ্যাডিলেডে খেলা রানা গৌতম গম্ভীরের পছন্দের ক্রিকেটার। রানা ছাড়াও ভারতের হাতে পেস বিকল্প রয়েছে প্রসিধ কৃষ্ণার। কার ভাগ্যে শিকে ছেড়ে দেখতে উদগ্রীব ক্রিকেটপ্রেমীরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File