রাশি ফল

বুধবার ৩০শে মার্চ ২০২২, দিনটি আপনার জন্য কেমন যাবে, দেখুন আজকের রাশিফল | Horoscope update in Bengali ( 30th march 2022)

বুধবার ৩০শে মার্চ ২০২২, দিনটি আপনার জন্য কেমন যাবে, দেখুন আজকের রাশিফল | Horoscope update in Bengali ( 30th march 2022)
Key Highlights

চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, সবক্ষেত্রেই আপনার আজকের দিনটি কেমন যাবে? জানুন বুধবারের রাশিফল।

রাশিচক্র যেমন ক্রমবর্ধমান পরিবর্তিত হয় ঠিক আমাদের ভাগ্যের চাকাও একইভাবে প্রতিনিয়ত ঘূর্ণায়মান ; কখনো যা দেয় সদর্থক ফল আবার কখনো বা নেতিবাচক । তবে ভাগ্য যা ই নির্ধারণ করুক না কেন আসল সত্যটি হলো কর্ম + ভাগ্য= ফল । তাই সঠিক কর্ম করে গেলে ভাগ্য ও হবে সুপ্রসন্ন ।

একনজরে জেনে নিন বুধবারের রাশিফল

মেষ রাশি

আজ বন্ধুর জন্য কষ্ট বৃদ্ধি পেতে পেরে। কোনও ভাল কাজে সাফল্য লাভ। পড়াশোনায় অসুবিধার যোগ। ব্যবসায় আয় বৃদ্ধি। আজ ভ্রমণে না যাওয়াই ভাল হবে, কষ্ট বাড়তে পারে। প্রিয়জনের কোনও কাজের জন্য ব্যবসায় অশান্তি। স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে।

বৃষ রাশি

স্ত্রীর কারণে খরচ বাড়তে পারে। আজ অভাবের পরিমাণ বাড়তে পারে। স্বামী-স্ত্রীর বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। অসৎ কোনও কাজের জন্য মানসিক কষ্ট ভোগ। ব্যবসায় পরিবর্তন। কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে।

মিথুন রাশি

আর্থিক ব্যাপারে সুবিধা পেতে পারেন। বাড়িতে কোনও কাজের জন্য সম্মান নষ্ট। গঠনমূলক কাজের জন্য উন্নতি। আজ কোনও স্থান থেকে অর্থ আসতে পারে। শরীরের কোনও কষ্ট বৃদ্ধি। স্ত্রীলোকের দ্বারা কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা। বাড়তি কোনও খরচের জন্য চাপ।

কর্কট রাশি

বাড়ির সকলে মিলে ভ্রমণে আনন্দ লাভ। দাম্পত্য জীবনে সুখের দিন আসছে। আইনি কোনও কাজে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য। কোনও কারণে আজ সম্মান নষ্ট হতে পারে। সন্তানের ব্যবহারে বিষণ্ণতা। বাড়িতে কোনও শুভ সংবাদ আসতে পারে। সেবামূলক কোনও কাজে মনের শান্তি।

সিংহ রাশি

ব্যবসায় ব্যয় বাড়তে পারে। বাড়িতে নতুন অতিথির আগমন। কৃষিকাজে সাফল্য লাভ। মাথার যন্ত্রণা বৃদ্ধি। কোনও মিথ্যা অপবাদ আজ কপালে জুটতে পারে। বাড়তি খরচের জন্য বাড়িতে বিবাদ। আত্মীয়-শোক আসতে পারে। 

কন্যা রাশি

জমি ক্রয়-বিক্রয়ে প্রচুর লাভ আসতে পারে। পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে। কোনও কাজের জন্য নিচু হতে হবে। দুপুরের পরে স্ত্রীর সঙ্গে বিবাদ। ব্যবসায় লাভের পরিমাণ বাড়তে পারে। খারাপ কথা বলার জন্য মনে অনুতাপ। 

তুলা রাশি

আজ কাজে প্রচুর অনিচ্ছা থাকায় ব্যবসায় অবনতির যোগ রয়েছে। দর্শনের আলোচনায় আজ আপনি অনেক এগিয়ে থাকবেন। নিজের দায়বদ্ধতা এড়ানোর ফলে সংসারে অশান্তি হতে পারে। নতুন উপার্জনের চেষ্টা না করাই ভালো।

বৃশ্চিক রাশি

আজ পারিবারিক শান্তি বজায় থাকবে। কীট পতঙ্গ থেকে সাবধানে থাকুন। কোনও কারণে শরীরিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। সমাজে কোনও কারণে প্রতিষ্ঠিত হতে পারেন। পরে থাকা প্রেমে জট খুলে যেতে পারে। 

ধনু রাশি

একাধিক পথে আয় বাড়তে পারে।ব্যবসায়ে লাভের সম্ভাবনা রয়েছে। কোনও বাজে চিন্তার জন্য মনের চাপ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদ বৃদ্ধির যোগ। অতিরিক্ত পরিশ্রমের জন্য ক্লান্তি বৃদ্ধি হতে পারে। আজ ব্যবসার দিকে ভালো আয়ের যোগ আছে। ভাল কাজের জন্য কোনও উপহাস জুটতে পারে। 

মকর রাশি

আজ ব্যবসায় প্রচুর বাড়তি পরিশ্রম হতে পারে। প্রেমে আজ কোনও রূপ জটিলতা হতে পারে। আজ বেড়াতে যাওয়ায় হঠাৎ বাধা আসতে পারে। প্রিয়জনের থেকে দূরে থাকায় কষ্ট বাড়তে পারে। চাকুরীর জন্য প্রচুর কষ্ট করতে হবে। পড়াশুনার জন্য খরচ বৃদ্ধি হতে পারে।

কুম্ভ রাশি 

আজ সন্তানকে সহযোগিতা করতে পেরে মানসিক শান্তি পাবেন। কাজের অগ্রগতি থেমে যেতে পারে। অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে কর্মে বিপত্তির যোগ। সম্পর্কের জটিলতা কেটে যেতে পারে।

মীন রাশি

আজ বাড়ির কোনও ব্যাপারে বেশি গুরুত্ব না দেওয়াই ভাল। পারিবারিক ঝামেলায় মানসিক অবসাদ আসতে পারে। গুরুজনদের সঙ্গে তর্কে না যাওয়াই শ্রেয়। সম্পত্তির ব্যপারে প্রতিবেশীর সঙ্গে বিবাদ বাড়তে পারে। 


Weather Update | দমকা হাওয়ায় কাঁপছে মহানগরী, একনজরে কলকাতার আজকের আবহাওয়া আপডেট
Jyotipriya Mallick | রবির সন্ধ্যায় নিজের বাড়িতেই আক্রান্ত জ্যোতিপ্রিয় মল্লিক, গ্রেপ্তার মানসিক ভারসাম্যহীন যুবক
Jodhpur Accident | ভারতমালা এক্সপ্রেসওয়েতে ট্রাকে ধাক্কা খেলো পুণ্যার্থীদের টেম্পো, ঘটনাস্থলে মৃত ১৮
IND vs SA, Women's World Cup 2025 | রবিবাসরীয় বিকেলে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা, ফাইনালের মুকুট উঠবে কার মাথায়?
BLO-SIR | এসআইআর-এর নির্দেশিকা নিয়ে ধোঁয়াশা, প্রশিক্ষণ শিবিরেই বিক্ষোভ BLO-দের
Weather Update | শীতের আমেজে মজছে শহর কলকাতা, একনজরে মহানগরীর আজকের আবহাওয়া আপডেট
IndiGo | বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে বিমান!- হুমকি পেয়েই মুম্বই বিমানবন্দরে জরুরী অবতরণ ইন্ডিগো বিমানের