Aishwarya Pratap Singh Tomar | এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলো ভারত পুত্র 'ঐশ্বর্য'!
Sunday, August 24 2025, 3:46 pm
Key Highlightsএশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের থ্রি পজিশন প্রতিযোগিতায় সোনা জিতেছেন ঐশ্বর্য প্রতাপ সিং তোমার।
কাজাখস্তানের শ্যামকেন্টে চলছে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ। রবিবার টুর্নামেন্টে থ্রি পজিশন প্রতিযোগিতায় সোনা জিতেছেন ঐশ্বর্য প্রতাপ সিং তোমার। ৫০ মিটার রাইফেল ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন ২৪ বছর বয়সি এই ভারতীয় তারকা। টুর্নামেন্টে তাঁর স্কোর ৪৬২.৫। ৪৬২ পয়েন্টে শেষ করে রুপোর পদক জিতেছেন চিনের ওয়েন্যু ঝাও। জাপানের নাওয়া ওকাদা ৪৪৫.৮ স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন। চতুর্থ হয়েছেন ভারতের চেইন সিং।দলগত বিভাগেও ঐশ্বর্য তোমার, চেন সিং এবং অখিলের জুটি রৌপ্য পদক জিতেছেন। তাঁদের সম্মিলিত স্কোর ছিল ১৭৪৭।
- Related topics -
- খেলাধুলা
- এশিয়ান চ্যাম্পিয়নস
- অন্য খেলা
- ভারত
- স্বর্ণ পদক
- সোনা জয়ী
- সোনা

