Nokia-Airtel | Nokiaর সঙ্গে কয়েকশো কোটি টাকার চুক্তি করলো Airtel! আরও উন্নত হবে ৪জি, ৫জি পরিষেবা?
Wednesday, November 20 2024, 12:29 pm
Key Highlights
উন্নত পরিষেবা দিতে ফিনল্যান্ডের টেলিকম সংস্থার নোকিয়ার সঙ্গে কয়েক শত কোটি টাকার চুক্তি করলো ভারতের এয়ারটেলের।
উন্নত পরিষেবা দিতে ফিনল্যান্ডের টেলিকম সংস্থার নোকিয়ার সঙ্গে কয়েক শত কোটি টাকার চুক্তি করলো ভারতের এয়ারটেলের। জানা গিয়েছে, ভারতে ৪জি নেটওয়ার্ক আরও শক্তিশালী করতে এবং ৫জি নেটওয়ার্ক আরও বিস্তৃত করতে এই চুক্তি। এ বিষয়ে নোকিয়া জানিয়েছে, তাদের ৫জি এয়ারস্কেল পোর্টফোলিও থেকে এয়ারটেলের জন্য যন্ত্রপাতি সরবরাহ করা হবে। বেস স্টেশন, বেসব্যান্ড ইউনিট, লেটেস্ট জেনারেশনের মিমো রেডিয়ো এয়ারটেলকে দেবে নোকিয়া। ৪জি এবং ৫জি দুই ধরনের নেটওয়ার্কের জন্য তা সরবরাহ করা হবে।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- নোকিয়া
- এয়ারটেল
- ইন্টারনেট
- ইন্টারনেট পরিষেবা