বাড়তে পারে এয়ারটেল রিচার্জ প্ল্যানের দাম! কি বললেন ভারতী এয়ারটেলের চেয়ারম্যান সুনীল মিত্তল?
Wednesday, November 25 2020, 11:45 am
Key Highlightsসুনীল মিত্তল স্পষ্ট করেছেন, মাসুল বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এয়ারটেল। তবে মার্কেটে হাওয়া বুঝেই এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। এর আগেও মাসুল বাড়ানোর কথা তুলেছিলেন ভারতী এয়ারটেলের চেয়ারম্যান। কারণ, বর্তমান বাজার পরিস্থিতিতে লাভের মুখ দেখছে না সংস্থা। টেলিকম শিল্পে একের পর এক লগ্নি করতে হয়। প্রতি বছরই মোটা অঙ্কের পুঁজি ঢালতে হয়। কারণ, যতদিন যাচ্ছে প্রযুক্তি আরও উন্নত হচ্ছে। যে কারণে, ব্যবসা আপডেট করতেই হয় নয়ত পিছিয়ে পরতে হবে। এই ব্যবসা অন্যান্য ব্যবসার মতো নয় তবে গোটা টেলিকম ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রক মাসুল বাড়ানোর সিদ্ধান্ত না নিলে, এয়ারটেলের এই সিদ্ধান্ত নেওয়া সঠিক হবে না এতে বাজার হারাতে পারে তাঁরা।
- Related topics -
- বিজ্ঞান ও প্রযুক্তি
- প্রযুক্তি
- এয়ারটেল
- রিচার্জ প্ল্যান

