Airline Services | সূর্যের আলো-ই কালপ্রিট! বাতিল এয়ার ইন্ডিয়া-ইন্ডিগো সহ একগুচ্ছ উড়ান

Saturday, November 29 2025, 4:25 am
Airline Services | সূর্যের আলো-ই কালপ্রিট! বাতিল এয়ার ইন্ডিয়া-ইন্ডিগো সহ একগুচ্ছ উড়ান
highlightKey Highlights

A-320 সিরিজের বিমানের ফ্লাইট কন্ট্রোল সিস্টেমে বড়সড় ত্রুটি ধরা পড়েছে।


বড়োসড়ো বিমান বিভ্রাটের মুখোমুখি হতে চলেছে দেশ। নেপথ্যে সোলার রেডিয়েশন বা সৌর বিকিরণ! জানা যাচ্ছে, যত সৌর বিকিরণ বেড়ে যাচ্ছে মহাশূন্য থেকে আসা উচ্চ শক্তির কণা ইলেকট্রনিক সার্কিটে প্রভাব ফেলছে। ফলে সফটওয়্যারে ভুল তথ্য আসছে। বিগড়োচ্ছে বিমানের কম্পিউটার। এই সমস্যার মোকাবিলায় সফটওয়্যার এবং কিছু ক্ষেত্রে হার্ডওয়্যার মেরামতিও করতে হতে পারে। তার জন্য সময় দরকার। এক সঙ্গে বাতিল হতে পারে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ২০০ থেকে ২৫০ উড়ান। কিছু উড়ানের দেরিতে উড়তে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File