Fighter jet crash | হরিয়ানায় ভেঙে পড়লো বায়ুসেনার ফাইটার জেট, নিরাপদ আছেন পাইলট

Friday, March 7 2025, 5:34 pm
highlightKey Highlights

হরিয়ানার পাঞ্চকুলায় ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি যুদ্ধবিমান। শুক্রবারের এই দুর্ঘটনার জেরে স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।


শুক্রবার হরিয়ানার পাঞ্চকুলায় ভেঙে পড়লো ভারতীয় বায়ুসেনার একটি যুদ্ধবিমান। প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রযুক্তিগত সমস্যার জেরে এই দুর্ঘটনা ঘটেছে। সূত্রের খবর, যুদ্ধবিমান মাঝ আকাশে পৌঁছতেই পাইলট বুঝতে পারেন বিমানে কোনো সমস্যা হয়েছে। তিনি সঙ্গে সঙ্গে বায়ু সেনার ওই বিমান নিয়ে বসতি এলাকা থেকে দূরে সরে যান। তারপরেই ভেঙে পরে বিমানটি। সূত্রের খবর, পাইলটকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরাপদ আছেন পাইলট। দুর্ঘটনার কারণ নির্ণয়ের জন্য ভারতীয় বায়ুসেনা তদন্তের নির্দেশ দিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File