Rajasthan Pollution ৷ দূষণে রাজধানী দিল্লিকে টেক্কা দিচ্ছে রাজস্থান? একে একে বন্ধ হচ্ছে স্কুল কলেজ
রাজস্থানের অন্তত ১৯ জেলায় বাতাসের গুণগত মান ক্রমাগত খারাপ হচ্ছে। পরিস্থিতি বিচারে সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুলগুলিতে ২০ থেকে ২৩ নভেম্বর ক্লাস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজস্থান সরকার।
দিল্লির বায়ুদূষণ নিয়ে যখন নাজেহাল কেন্দ্রসরকার ঠিক তখনই চিন্তা বাড়াচ্ছে রাজস্থান। রাজস্থানের অন্তত ১৯ জেলায় বাতাসের গুণগত মান ক্রমাগত খারাপ হচ্ছে। রাজস্থানের শিল্প কেন্দ্র হিসেবে পরিচিত খৈরথাল এবং তিজারায় একিউআই ৪০০ অতিক্রম করেছে। অর্থাৎ সেখানে বাতাসের স্বাস্থ্য গুরুতর। ২০২০ সালে শহর বিশ্বের চতুর্থ দূষিত শহরের তকমা পাওয়া ভিওয়াদিতে বুধবার একিউআই ৪২১। পরিস্থিতি বিচারে সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুলগুলিতে ২০ থেকে ২৩ নভেম্বর ক্লাস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজস্থান সরকার।