ক্রমশ দিল্লির বাতাসের গুণমান খারাপ হচ্ছে, কষ্ট হচ্ছে শ্বাস প্রক্রিয়ায় !

Thursday, November 26 2020, 12:06 pm
highlightKey Highlights

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের মোবাইল অ্যাপ 'সমীর' অনুযায়ী, সোমবার এই সূচক ছিল ৩০২ যা ঐ একই সময়ে বুধবার সকালে সূচক গিয়ে পৌঁছয় ৪১৫-য়। শূন্য থেকে ৫০ এর মধ্যে বায়ুমানের সূচক থাকলে তা ভালো। যথাক্রমে ৫১-১০০ হলে সন্তোষজনক, ১০০-২০০ হলে মাঝারি, ২০০-৩০০ হলে খারাপ এবং ৩০০-এর উর্ধে হলে তা খুবই খারাপ। যার ফলে দিলির বাতাসের গুণমান ধীরে ধীরে আরও খারাপ হচ্ছে। যাঁরা হৃদরোগে আক্রান্ত তাঁদের বিশেষত স্বাস নিতে কষ্ট হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File