Air India | স্থগিত হওয়া আন্তর্জাতিক রুটে ফের পরিষেবা চালু করছে এয়ার ইন্ডিয়া!

চিকিৎসক পড়ুয়াদের আবাসনে ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানের প্রাথমিক রিপোর্ট নিয়ে বিতর্কের মাঝেই আন্তর্জাতিক উড়ান পরিষেবা স্বাভাবিক করার কথা ঘোষণা করল সংস্থা।
আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর বেশ কয়েকটি আন্তর্জাতিক রুটে উড়ান সাময়িকভাবে বাতিল করেছিল এয়ার ইন্ডিয়া। বুধবার এয়ার ইন্ডিয়ার তরফে বিবৃতি দিয়ে জানান হল, ‘আগস্ট থেকে সীমিত সংখ্যক ফ্লাইট ফের চালু হবে। আর অক্টোবর থেকে সম্পূর্ণভাবে সব রুটে ফেরানো হবে পরিষেবা।’ আহমেদাবাদ থেকে লন্ডনের হিথরো বিমানবন্দরে প্রতি সপ্তাহে ৫টির বদলে ৩টি ফ্লাইট চালানো হবে। দিল্লি থেকে সুইৎজারল্যান্ডের জুরিখে সপ্তাহে ৫টি ফ্লাইট চলবে। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনি রুটে সাপ্তাহিক ৭টি ফ্লাইটের পরিবর্তে ৫টি ফ্লাইট চালানো হবে।