Air India | দেশ জুড়ে এয়ার ইন্ডিয়ার সার্ভার ডাউন, বিমানবন্দরে চেক-ইনে লম্বা লাইন! ভোগান্তি যাত্রীদের

Wednesday, November 5 2025, 3:13 pm
highlightKey Highlights

জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার সিস্টেম বিকল হয়ে যাওয়ায় ব্যাহত হয় যাত্রীদের বোর্ডিং। বিমানবন্দরে তৈরি হয় ব্যাপক বিশৃঙ্খলা।


দেশ জুড়ে বিকল এয়ার ইন্ডিয়ার সিস্টেম। বোর্ডিং ব্যবস্থা দেরি হওয়ায় চরম ভোগান্তি যাত্রীদের। বুধবার বেলা ৩ টের পর আচমকাই বোর্ডিংয়ে সমস্যা শুরু হয়। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল ২এর সার্ভার কাজ করা বন্ধ করে দেয়। দিল্লি বিমানবন্দরের একজন আধিকারিক জানিয়েছেন, শুধু দিল্লি নয় সমগ্র দেশেই ক্র্যাশ করেছে সার্ভার। এর ফলে অন্যান্য বিমান সংস্থাগুলি ফ্লাইটও সমস্যায় পড়েছে। এক্স হ্যান্ডলে এয়ার ইন্ডিয়া বলে, ‘বর্তমানে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, কিছু ফ্লাইটের সময়ে এখনও পিছিয়ে যেতে পারে।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File