দেশ

Air India | আবার সেই বোয়িং! টেক অফের পরই প্রায় ৯০০ ফুট নীচে নেমে যায় এয়ার ইন্ডিয়ার বিমান!

Air India | আবার সেই বোয়িং! টেক অফের পরই প্রায় ৯০০ ফুট নীচে নেমে যায় এয়ার ইন্ডিয়ার বিমান!
Key Highlights

গত ১৪ জুন ভোর ২টো ৫৬ মিনিটে AI 187, বোয়িং ৭৭৭ বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভিয়েনা রওনা হয়।

শিরোনামে ফের এয়ার ইন্ডিয়া। অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। জানা গিয়েছে, গত ১৪ জুন অর্থাৎ আহমেদাবাদ বিমান দুর্ঘটনার মাত্র দু’দিন পরই ভোর ২টো ৫৬ মিনিটে AI 187, বোয়িং ৭৭৭ বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভিয়েনা রওনা হয়। কিন্তু টেক অফের কিছুক্ষণের মধ্যেই বিমানটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে প্রায় ৯০০ ফুট নীচে নেমে যায়। সে সময়ে ককপিটে বাজতে শুরু করে স্টল ও গ্রাউন্ড প্রক্সিমিটি অ্যালার্ট। শোনা যায় ‘ডোন্ট সিঙ্ক’ সতর্কবার্তাও। যদিও বিমানটি সুরক্ষিতভাবে অবতরণ করেছিল ভিয়েনাতে।