Air India | কলকাতাকে 'টাটা' এয়ার ইন্ডিয়ার ? বিমান ব্যবসায় টাটার জমানা কি শেষ হচ্ছে ?

Tuesday, February 11 2025, 6:47 am
highlightKey Highlights

কলকাতা ছাড়ছে এয়ার ইন্ডিয়া, ৩১ মার্চের পরে কলকাতা থেকে এয়ার ইন্ডিয়ার পরিবর্তে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়ান চলবে।


১৬ বছর আগে কলকাতা ছেড়েছিল ব্রিটিশ এয়ারওয়েজ়। অভিযোগ ছিল বিমানের ইকনমি ক্লাসে যাত্রী হলেও বিজ়নেস বা ফার্স্ট ক্লাসে নেই। এবার এই একই গেরোয় পড়ে কলকাতা ছাড়তে চলেছে এয়ার ইন্ডিয়া। সূত্রের খবর, ৩১ মার্চের পরে এয়ার ইন্ডিয়ার পরিবর্তে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়ান চলবে কলকাতায়। কর্মীদের দাবি দুটি সংস্থাই আলাদা। সম্প্রতি এয়ার ইন্ডিয়া ইকনমি আসনের ২২টি নতুন এয়ারবাস ৩২০ বিমান অর্ডার দিয়েছিল। সেই বিমানগুলি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসকে ভাড়া দেওয়া হবে বলে জানা গিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File