Air India | উত্তপ্ত মধ্যপ্রাচ্য, আগামী ৮ অগস্ট পর্যন্ত তেল আভিভে সমস্ত উড়ান পরিষেবা বন্ধ করে দিল এয়ার ইন্ডিয়া
Friday, August 2 2024, 2:03 pm
Key Highlightsহামাস এবং হেজবুল্লার জঙ্গিগোষ্ঠীর একাধিক শীর্ষ সদস্যকে হত্যা করার ঘটনার পরেই উত্তপ্ত মধ্যপ্রাচ্য।
হামাস এবং হেজবুল্লার জঙ্গিগোষ্ঠীর একাধিক শীর্ষ সদস্যকে হত্যা করার ঘটনার পরেই উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এমতো অবস্থায় আগামী ৮ অগস্ট পর্যন্ত তেল আভিভে সমস্ত বিমান বাতিল করলো এয়ার ইন্ডিয়া। যে যাত্রীদের ইতিমধ্যে টিকিট কাটা হয়ে গিয়েছে, তাঁদের টিকিটের সূচি পরিবর্তন বা টিকিট বাতিলের সুযোগ দেওয়া হবে বলে টাটা গোষ্ঠীর মালিকাধীন উড়ান সংস্থার তরফে জানানো হয়েছে। প্রয়োজনে 011-69329333 বা 011-69329999 নম্বরে ফোন করতে পারবেন বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। ওই দুটি নম্বরেই ২৪ ঘণ্টা সহযোগিতা পাওয়া যাবে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ভারত
- বিমান
- বিমান পরিষেবা
- এয়ার ইন্ডিয়া
- ইরান
- ইজরায়েল

