Air India | রানওয়ে থেকে ছিটকে গেল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট! ফেটে যায় তিনটি টায়ার, ক্ষতিগ্রস্ত ইঞ্জিন!
Monday, July 21 2025, 3:24 pm
Key Highlightsসোমবার রানওয়ে থেকে ছিটকে গেল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI 2744 A320 (VT-TYA)।
ফের শিরোনামে এয়ার ইন্ডিয়া ! সোমবার রানওয়ে থেকে ছিটকে গেল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI 2744 A320 (VT-TYA)। জানা গিয়েছে, বিমানটি কেরালার কোচি থেকে মুম্বাই আসছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে অবতরণ করার কিছুক্ষণ পরেই বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। এমনকি অবতরণের সময় তিনটি টায়ার ফেটে যায় এবং বিমানের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে। যদিও বিপদের মুখে পড়লেও বিমানটি নিরাপদে টার্মিনাল গেটে পৌঁছাতে সক্ষম হয়, যেখানে সমস্ত যাত্রী এবং ক্রু কোনও দুর্ঘটনা ছাড়াই অবতরণ করে।
- Related topics -
- দেশ
- ভারত
- মুম্বাই
- এয়ার ইন্ডিয়া
- বিমান পরিষেবা
- বিমান
- বিমান দুর্ঘটনা

