Air India Flight | ফের এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি! রুট সেই আহমেদাবাদ টু লন্ডন! টেক অফের আগেই বাতিল উড়ান!

Tuesday, June 17 2025, 8:56 am
Air India Flight | ফের এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি! রুট সেই আহমেদাবাদ টু লন্ডন! টেক অফের আগেই বাতিল উড়ান!
highlightKey Highlights

ফের এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি। টেক অফের আগেই বাতিল করা হলো সেই উড়ান।


ফের এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি। টেক অফের আগেই বাতিল করা হলো সেই উড়ান। ১২ জুনা এয়ার ইন্ডিয়ার মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর আজ প্রথমবার আমেদাবাদ থেকে লন্ডন রুটে ওড়ার কথা ছিল গ্যাটউইক বিমানের। জানা গিয়েছে, প্রায় ২০০ জন যাত্রীর আজ এই ফ্লাইটে লন্ডন যাওয়ার কথা ছিল। কিন্তু ওই বিমানে যান্ত্রিক ত্রুটিগত কারণে সেই উড়ান বাতিল করা হয়। সূত্রের খবর, আমেদাবাদের দুর্ঘটনা ঘটার পরে আরও বেশি করে সতর্ক এয়ার ইন্ডিয়া। বিভিন্ন স্তরে পরীক্ষা করার পরেই টেক অফ করছে ফ্লাইট।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File