Golden Temple | স্বর্ণমন্দিরের ভিতরে মোতায়েন হয়েছিল এয়ার ডিফেন্স গান? সত্যিটা বিবৃতি দিয়ে জানালো ভারতীয় সেনাবাহিনী!

Tuesday, May 20 2025, 6:07 pm
highlightKey Highlights

পাকিস্তানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার মোকাবিলায় স্বর্ণমন্দিরের ভিতরে এয়ার ডিফেন্স গান মোতায়েন করা হয়েছিল বলে দাবি করেন এক শীর্ষস্থানীয় সেনাকর্তা।


ভারত পাক সংঘর্ষের সময় পাকিস্তানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার মোকাবিলায় স্বর্ণমন্দিরের ভিতরে এয়ার ডিফেন্স গান মোতায়েন করা হয়েছিল বলে দাবি করেন এক শীর্ষস্থানীয় সেনাকর্তা। তবে তাঁর সেই দাবি উড়িয়ে দিলো ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সেনা এক সরকারি বিবৃতিতে জানিয়েছে অমৃতসরের স্বর্ণমন্দিরের ভিতরে এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করা হয়নি। বিবৃতিতে বলে হয়, ‘আমরা স্পষ্ট ভাবে জানাচ্ছি, অমৃতসরের শ্রী দরবার সাহিব প্রাঙ্গণে কোনও এয়ার ডিফেন্স গান বা অন্য কোনও এয়ার ডিফেন্স সম্পদ মোতায়েন করা হয়নি।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File