WB Air Ambulance | বাংলায় প্রথমবার চালু হবে এয়ার অ্যাম্বুল্যান্স! আজই পরীক্ষামূলকভাবে রুবির এক হাসপাতালের ছাদে নামবে হেলিকপ্টার
আজ, শুক্রবারই পরীক্ষামূলকভাবে রুবির একটি হাসপাতালের ছাদে নামবে ওই হেলিকপ্টার।
প্রথমবার পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে এয়ার অ্যাম্বুল্যান্স! ইতিমধ্যেই হাসপাতালের ছাদে অ্যাম্বুল্যান্স নামানোর ক্ষেত্রে অনুমতি দিয়েছে DGCA। আজ, শুক্রবারই পরীক্ষামূলকভাবে রুবির একটি হাসপাতালের ছাদে নামবে ওই হেলিকপ্টার। ওই হাসপাতালের ছাদে তৈরি করা হয়েছে হেলিপ্যাড। ছাদে উপস্থিত থাকবেন DGCAর প্রতিনিধিদল। তবে এয়ার অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু করার ক্ষেত্রে হেলিকপ্টারকে দুই ইঞ্জিনের হতে হবে, থাকতে হবে দু’জন পাইলট, ঘিঞ্জি এলাকায় অন্যান্য নির্মাণ বাঁচিয়ে ওঠা নামা করতে হবে,অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকতে হবে।
- Related topics -
- শহর কলকাতা
- স্বাস্থ্য
- বেসরকারি হাসপাতাল
- অ্যাম্বুল্যান্স