ISL | ISL নিয়ে অবশেষে জট কাটলো, আগামী সপ্তাহেই লিগের দিন ঘোষণা AIFF-এর
Saturday, January 3 2026, 3:53 pm

Key Highlightsফেডারেশন ঘোষণা করল, আগামী সপ্তাহেই আইএসএলের দিনক্ষণ ঘোষণা করা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, লিগ আয়োজন করবে এআইএফএফই।
শনিবার ফেডারেশনের এমার্জেন্সি কমিটির বৈঠকে ISL এর জট কাটলো। এদিন AIFF এর তিন সদস্যের আইএসএল কমিটি এদিন সভাপতি কল্যাণ চৌবের কাছে তাদের প্রতিবেদন জমা দেন। তারপরই ফেডারেশন ঘোষণা করল, আগামী সপ্তাহেই আইএসএলের দিনক্ষণ ঘোষণা করা হবে। বিবৃতিতে এআইএএফ জানিয়েছে, কমিটির সুপারিশ অনুযায়ী এ বছর লিগের আয়োজন করবে AIFF ফেডারেশনই। রেফারিং থেকে সম্প্রচার, লিগ সংক্রান্ত সব খরচ বহন করবে এআইএফএফ। ক্লাবগুলো তাদের নিজেদের দল গঠন করবে এবং হোম ম্যাচের আয়োজন করবে। সব ঠিক থাকলে ১৫ ফেব্রুয়ারি আইএসএল শুরু হতে পারে।


