Manolo Marquez | সত্যি হলো জল্পনা, মানোলো মার্কেসের সঙ্গে চুক্তি ছিন্ন করলো AIFF!

Wednesday, July 2 2025, 1:31 pm
highlightKey Highlights

চুক্তির এক বছর পূরণের আগেই ভারতের ফুটবল দলের হেড কোচ মানোলো মার্কেসের সঙ্গে সম্পর্ক ছেদ করল AIFF।


চুক্তির এক বছর পূরণের আগেই ভারতের ফুটবল দলের হেড কোচ মানোলো মার্কেসের সঙ্গে সম্পর্ক ছেদ করল AIFF। জানা গিয়েছে, আজকের বৈঠকে দু’পক্ষের সম্মতিতে বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। উল্লেখ্য, এফসি গোয়ার এই প্রাক্তন কোচের সঙ্গে গত বছরের ২০ জুলাই চুক্তি করে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। কিন্তু টিম ইন্ডিয়ার দায়িত্ব নেওয়ার পর সাফল্য আসেনি। গত মাসের ১০ তারিখ হংকংয়ের বিরুদ্ধে ভারত ১:০ গোলে হারের পরেই কার্যত ঠিক হয়ে যায় মার্কেসের বিদায়ের সিদ্ধান্ত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File