AIFF | ISL নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলো AIFF, বৈঠকের কার্যবিবরণী শেয়ার করল ফেডারেশন
Thursday, August 14 2025, 4:37 pm
Key Highlights৭ অগস্ট ছিল AIFF ও ISL-এর ক্লাবগুলোর বৈঠক, সেই বৈঠকের মিনিটস বা কার্যবিবরণী শেয়ার করল ১৪ তারিখ।
AIFF ও ISLএর ক্লাবগুলোর বৈঠকের কার্যবিবরণী শেয়ার করল ফেডারেশন। ১) ISL শুরু হবে সুপ্রিম কোর্টের নির্দেশের উপর ভিত্তি করে। প্রতিটা দলকে ৬০ দিন প্রস্তুতির জন্য দেওয়া হবে। ২) ছয় সপ্তাহ পরে শুরু হবে সুপার কাপ। শুরুর ১০ দিনের মধ্যে চূড়ান্ত সূচি জানানো হবে। ৩) ক্লাবের লাইসেন্সিং শর্ত পূরণের জন্য AIFFএর পদক্ষেপ চূড়ান্ত। ৪) ইয়ুথ লিগের জন্য খরচ কমানোর প্রস্তাব দিতেই AIFF জানিয়েছে দলগুলোকে যাতে কম ভ্রমণ করতে হয় সেটা তারা নিশ্চিত করবে। ৫) ক্লাবগুলো জানিয়েছে প্লেয়ারদের যখন জাতীয় দলে ডাকা হবে তখন ক্লাবগুলো প্লেয়ার ছাড়বে।

