Ahmedabad | স্কুলের সামনে বচসা, ক্লাস নাইনের ছাত্রের ছুরির আঘাতে খুন ক্লাস ১০-র ছাত্র!

Wednesday, August 20 2025, 10:58 am
Ahmedabad | স্কুলের সামনে বচসা, ক্লাস নাইনের ছাত্রের ছুরির আঘাতে খুন ক্লাস ১০-র ছাত্র!
highlightKey Highlights

আহমেদাবাদে ক্লাস টেনের এক ছাত্রকে খুন করলো ক্লাস নাইনের ছাত্র! ঘটনাটি ঘটেছে খোকরা এলাকার 'সেভেনথ ডে অ্যাডভেনটিস্ট স্কুলে'।


আহমেদাবাদে ক্লাস টেনের এক ছাত্রকে খুন করলো ক্লাস নাইনের ছাত্র! জানা গিয়েছে খোকরা এলাকার 'সেভেনথ ডে অ্যাডভেনটিস্ট স্কুলে'র ক্লাস টেনের এক ছাত্রের সঙ্গে সপ্তাহ খানেক আগে ক্লাস নাইনের এক ছাত্রের গোলমাল হয়। তার জেরে মঙ্গলবার ক্লাস শেষ হলে স্কুলের গেটের সামনে ফের বচসায় জড়ায় দুই ছাত্র। তখনই ক্লাস টেনের ছাত্রের উপর ছুরি দিয়ে হামলা চালায় ক্লাস নাইনের ওই ছাত্র। আহত ওই ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হলেও পরের দিন তার মৃত্যু হয়। এরপর অভিভাবকদের একাংশ ও নিহত পড়ুয়ার পাড়ার লোকজন স্কুলে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File