Ahmedabad Plane Crash | রিপোর্ট 'গভীর ভাবে ত্রুটিপূর্ণ', 'বিমান দুর্ঘটনায় ছেলে দায়ী নয়' - শীর্ষ আদালতে তদন্তের দাবি মৃত পাইলটের বাবার

Thursday, October 16 2025, 3:30 pm
highlightKey Highlights

দুর্ঘটনাগ্রস্ত বিমানের পাইলট, প্রয়াত ক্যাপ্টেন সুমিত সাবরওয়ালের বাবা বিমান দুর্ঘটনার তদন্তে বিচারবিভাগের নজরদারি চেয়ে আবেদন জানালেন তিনি।


আহমেদাবাদ মর্মান্তিক বিমান দুর্ঘটনার চার মাস কেটে গিয়েছে। র্ঘটনার আসল কারণ এখনও পর্যন্ত জানা না গেলেও,'এয়্যারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB) প্রকারান্তরে দুর্ঘটনার জন্যে মৃত পাইলটদেরই দায়ী করেছেন। এবার বিমান দুর্ঘটনার তদন্তে বিচারবিভাগের নজরদারি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানালেন ক্যাপ্টেন সাবরওয়ালের বাবা, ৮৮ বছর বয়সি পুষ্করাজ সাবরওয়াল। তাঁকে সমর্থন করেছে 'ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস'ও। উল্লেখ্য, AAIB-এর প্রাথমিক রিপোর্টে পাইলটদের দোষারোপ করাকে 'দায়িত্বজ্ঞানহীন' বলে মন্তব্য করেছিল সুপ্রিম কোর্ট।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File