Kolkata Airport | আমেদাবাদের ঘটনা কলকাতার জন্য ‘অ্যালার্মিং’! বাগুইআটি-কৈখালিতেও হতে পারে বড়ো দুর্ঘটনা?
Friday, June 13 2025, 4:08 pm
Key Highlightsএয়ারপোর্টের কাছেই গড়ে উঠছে রাজারহাট, বাগুইআটি, নিউটাউন, কৈখালি, চিনারপার্ক, মধ্যমগ্রাম, বিরাটির মতো একাধিক শহর। ছাদের উপর দাঁড়ালেই মনে হয় যেন মাথার উপর দিয়ে যায় বিমান।
কলকাতা এয়ারপোর্টের কাছেই গড়ে উঠছে রাজারহাট, বাগুইআটি, নিউটাউন, কৈখালি, চিনারপার্ক, মধ্যমগ্রাম, বিরাটির মতো একাধিক শহর। শহরজুড়ে বহুতল আবাসনের ছড়াছড়ি। বিমানবন্দর সংলগ্ন এলাকায় বহুতল নির্মাণের ক্ষেত্রে অনুমতি নিতে হয় বিমানবন্দর কর্তৃপক্ষের থেকে। এয়ারপোর্টের কাছাকাছি ১৮.৪ মিটারের বেশি উচ্চতার বাড়ি তৈরি করা যায় না। কর্তৃপক্ষের অভিযোগ, উচ্চতার তোয়াক্কা না করেই গজিয়ে উঠছে একাধিক বহুতল। এর জেরে অদূর ভবিষ্যতে বড়োসড়ো বিপদের আশংকা করছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবারের ঘটনার পর আরো সতর্ক হতে হবে কলকাতাকে।

