Olympics 2036 | ক্রীড়া সংস্থার মিটিংয়ে অলিম্পিকের ভেন্যু হিসেবে আহমেদাবাদকে 'বিড' করলো ভারতের প্রতিনিধিদল!
Wednesday, July 2 2025, 2:38 pm
Key Highlightsভারতের পক্ষ থেকে আহমেদাবাদকে অলিম্পিক আয়োজনের সম্ভাব্য স্থান হিসেবে তুলে ধরা হয়েছে।
২০২৩ সালে অলিম্পিক আয়োজনের জন্যে বিড জমা দিয়েছিল ভারত। এবার আনুষ্ঠানিকভাবে অলিম্পিক কমিটির সদর দপ্তর সুইজারল্যান্ডের লোজানে গিয়েছে ভারতের প্রতিনিধি দল। এই দলে রয়েছেন ভারতীয় অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট পি টি ঊষা, গুজরাটের মুখ্য ক্রীড়া সচিব অশ্বিনী কুমার, ক্রীড়া দপ্তরের সচিব হরিরঞ্জন রাও এবং আরবান সেক্রেটারি তেন্নারাসান। সূত্রের খবর, ক্রীড়া সংস্থার সঙ্গে মিটিংয়ে আহমেদাবাদকে ২০৩৬ অলিম্পিক আয়োজনের সম্ভাব্য ভেন্যু হিসেবে তুলে ধরেছে ভারত। তবে আয়োজক দেশের নাম এখনও প্রকাশ করেনি অলিম্পিক কমিটি।
- Related topics -
- খেলাধুলা
- নরেন্দ্র মোদি
- মোদী সরকার
- আমদাবাদ
- অলিম্পিক
- আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি
- ভারতীয় অলিম্পিক সংস্থা
- অলিম্পিক্স
- ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন
- গুজরাট

