দেশ

Ahmedabad Plane Crash | ক্রু-সহ ২৪২ জন যাত্রীকে নিয়ে ভেঙে পড়লো বিমান! কতজন ভারতীয় ছিলেন? কতজন ছিলেন বিদেশী?

Ahmedabad Plane Crash | ক্রু-সহ ২৪২ জন যাত্রীকে নিয়ে ভেঙে পড়লো বিমান! কতজন ভারতীয় ছিলেন? কতজন ছিলেন বিদেশী?
Key Highlights

ওই ফ্লাইটের যাত্রিতালিকায় ২৪২ জনের নাম রয়েছে। যার মধ্যে ২৩০ জন যাত্রী, ২ জন পাইলট এবং ১০ জন ক্রু ছিলেন।

গুজরাটের আহমেদাবা মর্মান্তিক বিমান দুর্ঘটনা। উড়ানের পরই ভেঙে পড়লো লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ রেজিস্ট্রেশন VT ANB। এখনও পর্যন্ত জানা গিয়েছে ওই ফ্লাইটের যাত্রিতালিকায় ২৪২ জনের নাম রয়েছে। যার মধ্যে ২৩০ জন যাত্রী, ২ জন পাইলট এবং ১০ জন ক্রু ছিলেন। ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন সুমিত সাভারওয়াল এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দর। এছাড়া ফ্লাইটে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিঁশ, ৭ জন পর্তুগিজ এবং ১ ক্যানাডিয়ান যাত্রী ছিলেন। যাত্রিতালিকায় চার শিশু ছিল বলেও জানা যাচ্ছে।