সংক্রমণ এড়াতে বড়দিনে আবারও লকডাউন ঘোষণা ইটালিতে।

Saturday, December 19 2020, 3:51 pm
সংক্রমণ এড়াতে বড়দিনে আবারও লকডাউন ঘোষণা ইটালিতে।
highlightKey Highlights

সামনেই বড়দিন, সংক্রমণ যাতে ফের না ছড়ায় তাই আগেই রাশ টানছে ইটালি। দেশ জুড়ে ফের লকডাউনের পথে হাঁটল সেখানকার সরকার। প্রধানমন্ত্রী জুসেপে কন্তে এ প্রসঙ্গে বলেন, “এটা খুব সহজ সিদ্ধান্ত নয়। তবে বিশেষজ্ঞরা সতর্কবার্তা দিয়েছেন, এই সময়ে কোনও পদক্ষেপ করা না হলে সংক্রমণ এক লাফে অনেকটা বেড়ে যাবে।” তাই এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছেন তিনি। এ মাসের শেষেই টিকাকরণ কর্মসূচি চালু হবে ইটালিতে। কিন্তু তার আগে উৎসবের মরশুমে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না ইটালির সরকার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File