দেশ

Agni-P Missile | ‘রেল-বেসড মোবাইল লঞ্চার সিস্টেম’-এর সফল উৎক্ষেপণ, মিসাইলের পাল্লায় পাকিস্তান-চিন

Agni-P Missile | ‘রেল-বেসড মোবাইল লঞ্চার সিস্টেম’-এর সফল উৎক্ষেপণ, মিসাইলের পাল্লায় পাকিস্তান-চিন
Key Highlights

ওড়িশার আব্দুল কালাম দ্বীপে ট্রেন থেকে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)।

বুধবার ওড়িশার আব্দুল কালাম দ্বীপে ট্রেন থেকে ‘অগ্নি প্রাইম’ ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। এই ক্ষেপণাস্ত্রগুলি নেক্সট জেনারেশন ‘রেল-বেসড মোবাইল লঞ্চার সিস্টেম’। চলন্ত ট্রেন থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্র ২০০০ কিলোমিটার পাল্লা কভার করতে পারে। দেশের যেখানে যেখানে রেলপথ রয়েছে, সেখান থেকেই এই মিসাইলটিকে উৎক্ষেপণ করা সম্ভব। এই মিসাইলের ২০০০ কিলোমিটার পাল্লার আওতায় পড়ছে পাকিস্তান সহ চিনের একটা বিরাট অংশ।