একমাত্র জীবিত অলিম্পিক পদকজয়ী অ্যাগনেস কেলেটি পূর্ণ করলেন শতবর্ষ

Monday, January 11 2021, 3:18 am
highlightKey Highlights

শনিবার জীবনের ১০১ তম জন্মদিন পালন করলেন অ্যাগনেস কেলেটি। তিনিই বর্তমানে অলিম্পিকে অংশ নেওয়া সবচেয়ে বরিষ্ঠ জীবিত মানুষ। অলিম্পিক সহ আরও নানা আন্তর্জাতিক জিমন্যাস্টিক প্রতিযোগিতায় নিজেকে কিংবদন্তি প্রমাণ করেছেন আগেই। এবার জীবনের দীর্ঘায়ু দিয়েও এক রেকর্ড তৈরি করলেন তিনি। শুধুই অলিম্পিক জয় নয়, অ্যাগনেসের জীবন সত্যিই বিশ শতকের রূপকথার মতো। ১৯২১ সালে বুদাপেস্ট শহরে জন্ম অ্যাগনেসের। সারা জীবন সাক্ষী থেকেছেন পূর্ব ইউরোপের নানা রাজনৈতিক জটিলতার। সেইসব স্মৃতিরোমন্থন করতে গিয়ে তিনি বললেন বাবা বলতেন স্বাস্থ্যই সম্পদ। আর সেই থেকেই শরীরচর্চার শুরু। এভাবেই একদিন অলিম্পিকের জন্য প্রস্তুতি শুরু করেছিলেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File