দেশসুখবর! করোনার বিরুদ্ধে ৬৭ শতাংশ ভারতীয় দেহে তৈরি অ্যান্টিবডি
মারণ করোনা ভাইরাসকে রোখার লড়াইয়ের দৌড়ে এবার বেশ কিছুটা এগিয়ে গেল ভারত। মঙ্গলবার ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ সেন্টার থেকে জানানো হয়েছে, গোটা দেশজুড়ে যে সেরোসার্ভে করা হয়েছিল তাতে দেখা গিয়েছে দেশের মোট জনসংখ্যার দুই তৃতীয়াংশের দেহে তৈরি হয়ে গিয়েছে করোনার অ্যান্টিবডি। পাশাপাশি ৬৭.৬ শতাংশ ভারতীয় ইতিমধ্যেই নিজ দেহে অ্যান্টিবডি তৈরি করে নিয়েছে। কিন্তু স্বাস্থ্য মন্ত্রকের তরফে আগাম সতর্কবার্তায় বলা হয়েছে যেসব জেলা এবং রাজ্যে সেরো প্রিভিলেন্স কম সেখানে নতুন করে করোনা সংক্রমণের সম্ভাবনা অনেক বেশি।