আন্তর্জাতিকভাঁড়ারে টান, তাই ইন্দো-চীনার সীমান্ত উত্তেজনার মধ্যেও ভারতের চাল কিনল চীন !
গোটা দুনিয়ায় ভারতবর্ষ থেকে চালের সবচেয়ে বেশি রপ্তানি করা হয়। অপরদিকে, চীন হল বিশ্বের বৃহৎ চাল আমদানির দেশ। চীন পূর্বে ভারতের পাশাপাশি আরও অনেক দেশ মিলিয়ে প্রায় ৪০ লাখ টন চাল আমদানি করত চিন সরকার। কিন্তু, কোনোকারণে ভারতের চালের গুণমান খারাপ হওয়ায় তা বন্ধ হয়ে যায়। বর্তমানে সীমান্ত উত্তেজনার মধ্যেও ভারত থেকে চীন চাল কিনেছে বলে জানিয়েছেন ভারতের চাল রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের প্রধান বি ভি কৃষ্ণ রাও। তাঁর মতে, 'তারা আরও চাল আমদানি করতে পারে।' সূত্রের খবর, ৩০০ ডলার প্রতি টনে ভারত থেকে ১ লক্ষ টন ভাঙা চাল কেনার চুক্তি করেছে চিন।