শহর কলকাতা

Golf Green | গল্ফগ্রিনে মহিলার মুন্ডু উদ্ধারের পর, রিজেন্ট পার্ক এলাকা থেকে উদ্ধার শরীরের বাকি দুটি অংশ

Golf Green | গল্ফগ্রিনে মহিলার মুন্ডু উদ্ধারের পর, রিজেন্ট পার্ক এলাকা থেকে উদ্ধার শরীরের বাকি দুটি অংশ
Key Highlights

মিসিং ডায়েরির সূত্র ধরে দক্ষিণ ২৪ পরগনা থেকে আটক করা হয় মৃত খাদিজা বিবির প্রেমিক আতিকুর লস্করকে। ধৃত আতিকুর জেরার মুখে স্বীকার করে যে দেহ লোপাটের জন্য তিন টুকরো করা হয়।

শুক্রবার কলকাতার গল্ফগ্রিনে গল্ফগ্রিনের আবর্জনা স্তূপ থেকে উদ্ধার হয় এক মহিলার কাটা মুন্ডু। এরপর শনিবার বিকেল নাগাদ গলফগ্রিনের অদূরে রিজেন্ট পার্ক এলাকা থেকে শরীরের বাকি দুটি অংশ উদ্ধার করা হয়েছে। মহিলার মুন্ডু উদ্ধারের পর রিজেন্ট পার্ক ও নেতাজি নগরের পুলিশ বিশেষ তদন্তকারী দল বা SIT গঠন করে। সঙ্গে সঙ্গে শুরু হয় তদন্ত। প্রথমে একটি মিসিং ডায়েরির সূত্র ধরে দক্ষিণ ২৪ পরগনা থেকে আটক করা হয় মৃত খাদিজা বিবির প্রেমিক আতিকুর লস্করকে। ধৃত আতিকুর জেরার মুখে স্বীকার করে যে দেহ লোপাটের জন্য তিন টুকরো করা হয়।