ISRO | ফের সাফল্যের পালক ISROর মুকুটে, স্প্যাডেক্স স্যাটেলাইটের 'আনডকিং'-র পর 'ডকিং' প্রক্রিয়াতেও সাফল্য!
Thursday, March 13 2025, 11:37 am

স্প্যাডেক্স স্যাটেলাইটের 'আনডকিং' প্রক্রিয়ায় সাফল্য অর্জন করল ইসরো। বৃহস্পতিবার ISROর তরফে জানানো হয়, 'ডকিং' প্রক্রিয়ার পরে 'আনডকিং'র কাজেও সাফল্য মিলেছে।
চন্দ্রযান ৪ মিশনের পথ আরও প্রশস্ত করলো ISRO। স্প্যাডেক্স স্যাটেলাইটের 'আনডকিং' প্রক্রিয়ায় সাফল্য অর্জন করল ইসরো। বৃহস্পতিবার ISROর তরফে জানানো হয়, 'ডকিং' প্রক্রিয়ার পরে 'আনডকিং'র কাজেও সাফল্য মিলেছে। উল্লেখ্য, মহাকাশে প্রবল গতিতে যখন দুটি বস্তু ঘূর্ণায়মান অবস্থায় থাকে, তখন সেই দুটিকে কাছাকাছি নিয়ে এসে জুড়ে দেওয়ার প্রক্রিয়াই 'ডকিং'। আর এই প্রক্রিয়ার বিপরীতটাকে বলে আনডকিং'। এই পরীক্ষায় সফলতা চন্দ্রযান ৪ মিশন, চাঁদে মানুষ পাঠানো, নিজস্ব মহাকাশ স্টেশন তৈরি করার মতো মিশনের ক্ষেত্রেও কাজে দেবে।
- Related topics -
- দেশ
- ভারত
- বিজ্ঞান ও প্রযুক্তি
- বিজ্ঞান
- মহাকাশ
- মহাকাশযান
- মহাকাশচারী
- ইসরো