Harmanpreet Kaur | ওয়ানডে-তে জয়ী ভারতের কন্যারা! ইংল্যান্ডকে উড়িয়ে একাধিক রেকর্ড অধিনায়ক হরমনপ্রীতের

টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডে সিরিজেও জয়ী হল ভারতের মহিলা ক্রিকেট দল।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডের মহিলা দলকে ১৩ রানে হারাল ভারত। এদিন বল হাতে ইংল্যান্ডের রক্ষণ গুড়িয়েছেন ক্রান্তি গৌড়। ম্যাচে অনবদ্য অধিনায়ক হরমনপ্রীত কৌর। একাধিক রেকর্ডও গড়েন তিনি। এদিন ১৪টি চার মেরে ৮৪ বলে ১০২ করেন হরমনপ্রীত। এটি তাঁর কেরিয়ারের সপ্তম ওয়ানডে সেঞ্চুরি। এছাড়াও স্মৃতি মন্ধানা ও মিতালী রাজের পর তৃতীয় ভারতীয় হিসেবে ওয়ানডেতে চারহাজার রান পূরণ করলেন তিনি। ৮২ বলে সেঞ্চুরি করে ভারতীয় মহিলাদের মধ্যে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করেন হরমনপ্রীত।