Rattirer Sathi । আর জি কর কাণ্ডের পর মহিলা নিরাপত্তার জন্য একগুচ্ছ পদক্ষেপ! ‘রাত্তিরের সাথী' প্রকল্প ঘোষণা রাজ্য সরকারের
আরজিকর কাণ্ডের পর রাতে মহিলা নিরাপত্তার জন্য বিশেষ কর্মসূচি চালু করল রাজ্য। যার নাম দেওয়া হয়েছে ‘রাত্তিরের সাথী'।
আরজিকর কাণ্ডের পর রাতে মহিলা নিরাপত্তার জন্য বিশেষ কর্মসূচি চালু করল রাজ্য। যার নাম দেওয়া হয়েছে ‘রাত্তিরের সাথী'। মুখ্যমন্ত্রীর মুখ্য পরামর্শদাতা আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, মেডিক্যাল কলেজগুলিতে চলবে পুলিশ পেট্রলিং। মহিলা চিকিৎসক ও নার্সদের ১২ ঘণ্টার বেশি যেন ডিউটি শিডিউল না হয় তা দেখা হবে। মহিলা বান্ধব সিকিউরিটি ফোর্স রাখা হবে হাসপাতালে। মহিলাদের জন্য আলাদা রেস্ট রুম ও টয়লেটের ব্যবস্থা করা হবে। স্থানীয় থানা কিংবা পুলিশ কন্ট্রোলরুমের সঙ্গে বিশেষ মোবাইল ফোন অ্যাপের যোগ থাকবে।