Pakistan Social Media | পাকিস্তানি চ্যানেলগুলির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলছে কেন্দ্র! খোলা হচ্ছে ব্লকও

পহেলগাঁও কাণ্ডের এক মাস পর পাকিস্তানি চ্যানেল এবং অ্যাকাউন্টগুলির উপর থেকে ধীরে ধীরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে।
পহেলগাঁও হত্যাকাণ্ড এবং অপারেশন সিঁদুরের পরে ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক খবর প্রচারের অভিযোগে পাকিস্তানি অভিনেতা, ক্রীড়াবিদ ও অন্যান্য খ্যাতনামীদের বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘ব্লক’ করেছিল ভারত। এই তালিকায় রয়েছে ডন নিউজ, এআরওয়াই নিউজ ইত্যাদি চ্যানেল সহ হানিয়া আমির, মাওরাহ হোসেন, ফাওয়াদ খান ইত্যাদি খ্যাতনামীদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। পহেলগাঁও কাণ্ডের একমাস কেটে গিয়েছে। ধীরে ধীরে পাকিস্তানি চ্যানেল এবং অ্যাকাউন্টগুলির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে কেন্দ্রীয় সরকার।