Delhi 10/11 Blast | বিস্ফোরণের জের, খাঁ খাঁ করছে চাঁদনি চক মার্কেট, মাথায় হাত ব্যবসায়ীদের

Wednesday, November 12 2025, 1:51 pm
highlightKey Highlights

পুলিশের কড়া নিরাপত্তা, নাকা তল্লাশির জেরে ভিনরাজ্যের ব্যবসায়ীরাও চাঁদনি চক মার্কেটে যেতে ভয় পাচ্ছেন।


সোমবার সন্ধেয় লালকেল্লা সংলগ্ন অঞ্চলে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরপরই বদলে গেছে চাঁদনি চক মার্কেটের হাল হকিকত। প্রত্যক্ষদর্শীদের দাবি, মার্কেট কার্যত জনশূন্য। দোকান খুললেও আতঙ্কের জেরে খোঁজ নেই খদ্দেরদের। চাঁদনি চকের বিজেপি সাংসদ প্রবীণ খাণ্ডেলওয়াল বলছেন, “চাঁদনি বাজারে ব্যবসা কার্যত বন্ধ। এতে অন্তত ৩০০-৪০০ কোটি টাকার লোকসান হবে।” উল্লেখ্য, চাঁদনি চক দেশের সবচেয়ে বড়ো পাইকারি বাজার। প্রতিদিন প্রায় ৪ হাজার মানুষের পা পড়ে এই বাজারে। বাজারের হাল দেখে মাথায় হাত ব্যবসায়ীদের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File