Hezbollah | হেজবোল্লা প্রধানের ওপর হামলার পরই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে চিঠি দিলো ইরান, ইজরায়েলের বিরুদ্ধে ' বদলা'র ডাক
Sunday, September 29 2024, 9:04 am
Key Highlightsইসরাইলের হামলায় হেজবোল্লা প্রধান নাসরাল্লা মারা যাওয়ায় ইরান বদলা নেওয়ার হুমকি দিয়েছে।
ইজরায়েলের হানায় হেজবোল্লা প্রধান হাসান নাসরাল্লার মৃত্যু হয় শনিবার। তার পরেই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে চিঠি দিয়েছে ইরান। ইজরায়েলের বিরুদ্ধে ‘বদলা’র ডাক দিয়েছে তারা। জানা গিয়েছে, হেজবোল্লা প্রধানের উপর হামলার ঘটনায় বিশেষ বৈঠক চেয়েছে তারা। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ইরানের কূটনৈতিক ভবন বা আধিকারিকদের উপর হামলা হলে ফল ভালো হবে না।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইজরায়েল
- ইরান
- রাষ্ট্রসঙ্ঘ

