Key Highlights
দিল্লির উপরাজ্যপালের হাতে অতিরিক্ত ক্ষমতা তুলে দেওয়ার বিতর্কিত বিলে রবিবার সই করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই সইয়ের পরই ‘দ্য গভর্মেন্ট অব ন্যাশনাল ক্যাপিটল টেরিটরি অব দিল্লি বিল’ আইনে পরিণত হল। স্বরাষ্ট্র মন্ত্রক ঘোষণা করলেই দিল্লিতে জারি হয়ে যাবে ওই বিতর্কিত আইন। আর আইন চালু হলেই দিল্লির প্রশাসনিক ক্ষমতার বড় একটা অংশ চলে যাবে দিল্লির উপরাজ্যপালের হাতে। ২২ মার্চ লোকসভার পর ২৪ মার্চ রাজ্যসভায় পাশ হয়েছিল এই জিএনসিটিডি বিল।
- Related topics -
- দেশ
- দিল্লী
- দিল্লি সরকার
- রামনাথ কোবিন্দ