Wholesale Inflation । খুচরোর পর এবার পাইকারি মুদ্রাস্ফীতিতে স্বস্তি! জুলাইতে অনেকটাই নামলো গ্রাফ

Friday, August 16 2024, 5:01 am
highlightKey Highlights

খুচরোর পর এবার পাইকারি মুদ্রাস্ফীতিতেও বড় স্বস্তি। চলতি বছরের জুলাইতে গ্রাফ অনেকটাই নেমেছে।


খুচরোর পর এবার পাইকারি মুদ্রাস্ফীতিতেও বড় স্বস্তি। চলতি বছরের জুলাইতে গ্রাফ অনেকটাই নেমেছে। হোলসেল প্রাইস ইনডেক্স বা ডব্লুপিআই অনুযায়ী, জুলাইতে ২.০৪ শতাংশে নেমেছে পাইকারি মূল্য সূচক। জুনে যা ছিল ৩.৩৬ শতাংশ। ডব্লুপিআইয়ের প্রাইমারি আর্টিকেল অনুযায়ী জুলাইতে মুদ্রাস্ফীতির বার্ষিক রেট দাঁড়িয়েছে ৩.০৮ শতাংশ। জুনে যা দাঁড়িয়েছিল ৮.০৮ শতাংশ। দীর্ঘদিন ধরে মুদ্রাস্ফীতির হার নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ২০১৯-র পর প্রথমবার মুদ্রাস্ফীতির হার ৪ শতাংশের নীচে নামায় স্বস্তি পেলেন আরবিআইয়ের শীর্ষ কর্তারা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File