দেশ

Kashmir Flight | একজনের ভাড়াই ৩০-৪০ হাজার! বিপদের সময় ভাড়া তিনগুন বাড়ালো বিমান সংস্থাগুলি! কাশ্মীরে আটকে হাজার হাজার পর্যটক!

Kashmir Flight | একজনের ভাড়াই ৩০-৪০ হাজার! বিপদের সময় ভাড়া তিনগুন বাড়ালো বিমান সংস্থাগুলি! কাশ্মীরে আটকে হাজার হাজার পর্যটক!
Key Highlights

সঙ্কটের সময়েই প্রায় তিনগুণ ভাড়া বাড়িয়ে দিয়েছে একাধিক বেসরকারি বিমান সংস্থা!

পহেলগামে জঙ্গি হামলার পর আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছে গোটা কাশ্মীরে। এই মুহূর্তে কাশ্মীরে হাজার হাজার পর্যটক আটকে রয়েছেন।বাঙালি পর্যটকের সংখ্যাই প্রায় ৪৫০। ইতিমধ্যে সমস্ত পর্যটকদের সমতলে ফিরে আসতে বলা হচ্ছে। কিন্তু এই সঙ্কটের সময়েই প্রায় তিনগুণ ভাড়া বাড়িয়ে দিয়েছে একাধিক বেসরকারি বিমান সংস্থা! ৩০ থেকে ৪০ হাজার টাকা একজনের বিমানের ভাড়া দেখাচ্ছে। এই অবস্থায় বিমানের ভাড়া, বাতিল চার্জ এবং আনুষঙ্গিক খরচ কমানোর জন্য সবকটি বেসরকারি বিমান সংস্থাকে চিঠি দিলেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের ডিরেক্টর জেনারেল।