New Pamban Bridge | জাহাজ পারাপার করানোর জন্য ১৭ মিটার পর্যন্ত উচ্চতায় উঠবে ব্রিজ! নতুন পামবাম রেল ব্রিজ তৈরী করলো কেন্দ্র
প্রায় দু’বছর পর নতুন পামবাম রেল ব্রিজে শুরু হতে চলেছে ট্রেন চলাচল।
প্রায় দু’বছর পর নতুন পামবাম রেল ব্রিজে শুরু হতে চলেছে ট্রেন চলাচল। ইতিমধ্যে ট্রায়াল রানও হয়ে গিয়েছে। উল্লেখ্য, এটিই একমাত্র রেল পথ যা ভারতীয় ভূখণ্ডের সঙ্গে রামেশ্বরাম বা পামবাম দ্বীপকে জুড়তো। কিন্তু ব্রিজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে ২০২২ সালে শেষবারের মতো ট্রেন চলে এই রেল ব্রিজে। এই ব্রিজের দু’টি প্রান্ত এবং মাঝে অতল সমুদ্র। নতুন ব্রিজটি তৈরী করতে খরচ হয়েছে ৫৩৫ কোটি টাকা। এই ব্রিজটি জাহাজ পারাপার করানোর জন্য মাঝখান থেকে ১৭ মিটার পর্যন্ত উচ্চতায় উঠে যেতে পারে।
- Related topics -
- দেশ
- ভারত
- ভারতীয় রেল
- রেল মন্ত্রক
- জাহাজ